Site icon Jamuna Television

৩১ হাজার ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে: জেলেনস্কি

যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা প্রাণ হারিয়েছেন

যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা প্রাণ হারিয়েছেন

রাশিয়ার সাথে যুদ্ধে এখন পর্যন্ত ৩১ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) এমন দাবি করেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রোববার এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, তার কাছে ক্ষয়ক্ষতির হালনাগাদ তথ্য রয়েছে। তবে, আহতদের সংখ্যা জানাননি। বলেন, এতে রাশিয়ার সামরিক পরিকল্পনায় সহায়তা হতে পারে। সাধারণত হতাহতের সংখ্যা প্রকাশ করে না ইউক্রেনীয় কর্তৃপক্ষ। হাজার হাজার বেসামরিকের মৃত্যুর কথাও জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে, সঠিক কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন জেলেনস্কি। বলেন, দেড় লাখ বা ৩ লাখ ইউক্রেনীয় সেনা মৃত্যুর যে তথ্য রুশ প্রশাসন প্রচার করছে তা সঠিক নয়। চলমান যুদ্ধে এ পর্যন্ত রাশিয়ার ১ লাখ ৮০ হাজার সেনা মারা গেছে বলে দাবি জেলেনস্কির।

\এআই/

Exit mobile version