Site icon Jamuna Television

ডিজিটাল নিরাপত্তা আইনের বিরোধী নয় সম্পাদক পরিষদ, নয়টি ধারা পরিবর্তনের দাবি

সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে মন্তব্য করেছে সম্পাদক পরিষদ। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রতিবাদের আয়োজিত মানববন্ধনে এমন কথা জানান পরিষদের সাধারণ সম্পাদক ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

সম্পাদক পরিষদ ডিজিটাল নিরাপত্তা আইনের বিরোধী নয় উল্লেখ করে মাহফুজ আনাম বলেন, পাস হওয়া আইনটি স্বাধীন সাংবাদিকতায় বড় বাধা হয়ে দাঁড়াবে। ডিজিটাল নিরাপত্তা আইনটি পাস হওয়ার আগ থেকেই এর বিরোধিতা করে আসছে সম্পাদক পরিষদ। আইনের বিতর্কিত নয়টি ধারা দ্রুত যথাযথবাবে সংশোধনের দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। আগামী সংসদ অধিবেশনে আইনটি সংশোধন করে গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান জানায় সম্পাদক পরিষদ।

Exit mobile version