Site icon Jamuna Television

বিয়ের পিঁড়িতে বসছেন অনুপম-প্রস্মিতা

আর মাত্র চারদিন! এরপরই আগামী শনিবার (২ মার্চ) বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় গায়িকা প্রস্মিতা পাল। পাত্র আর কেউ নন, বরং জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়।

বহুদিন ধরেই প্রস্মিতার সঙ্গে অনুপম রায়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে অনুপম বা প্রস্মিতা দুজনের কেউই স্পষ্ট করে বলেননি কিছু। তবে, ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ভালোবাসার মাসেই সুখবর শোনালেন অনুপম রায়। পাত্রী জনপ্রিয় গায়িকা প্রস্মিতা পাল। গানের দুনিয়ায় প্রস্মিতা সকলের পরিচিত মুখ।

উল্লেখ্য, কলকাতাতেই জন্ম অনুপমের হবু বউ প্রস্মিতার। আওয়ার লেডি ক্যুইন অফ মিশন স্কুল থেকে টুয়েলভথ পাশ করেছেন তিনি। তারপর লরেটোতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করেন। এরপর ইন্সটিউট অফ ইঞ্জিয়ারিং ম্যানেজমেন্ট থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্সও করেন প্রস্মিতা। সেই সাথে গায়িকা হিসেবে বেশ জনপ্রিয় তিনি।

\এআই/

Exit mobile version