নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জনকে স্বাগত জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেছেন, যারা একপক্ষীয় নির্বাচনের অনুষঙ্গ হতে চায় না, জনগণ তাদের পাশে থাকবে।
দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী আহমেদ। রিজভী বলেন, ভোটের আগ দিয়ে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিতেই বিরোধিতা ও সমালোচনার স্বত্ত্বেও প্রধান নির্বাচন কমিশনার ইভিএম চালু করতে চান। মাদারীপুরের শিবচরে গতকালের জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যকে উন্মাদনা ও দৈন্যতার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেছেন রিজভী আহমেদ।
তিনি বলেন, শেখ হাসিনার একগুঁয়েমির জন্যই রাজনীতির ময়দান ক্রমশ অনিরাপদ ও অশান্ত হয়ে উঠছে। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হবার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করেন রিজভী।

