Site icon Jamuna Television

কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লা ব্যুরো
কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোঃ সুজন (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার গভীর রাতে নগরীর বিষ্ণুপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন নগরীর বিষ্ণুপুর এলাকার মিজানুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকার নির্মাণাধীন একটি ভবনের ৩য় তলায় বসে অজ্ঞাত ব্যক্তিদের সাথে ইয়াবা সেবন করছিল। এর একপর্যায়ে তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে আহত করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি দেখে সোমবার ভোরে ঢাকায় নেয়ার পথে সে মারা যায়।

কোতায়ালী মডেল থানার ওসি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে বলে জানান তিনি।

Exit mobile version