Site icon Jamuna Television

অনুপম-প্রস্মিতার প্রেম, কে প্রথম প্রোপোজ করেছিলেন?

এরইমধ্যে অনেকেই জেনে গেছেন, গাটছড়া বাধছেন সঙ্গীতশিল্পী অনুপম আর প্রস্মিতা। দু’জন বেশ কিছুদিন প্রেম করেছেন, তারপর বিয়ের সিদ্ধান্ত। তাই ভক্তদের মনে প্রশ্ন, কে প্রথম প্রোপোজ করেছিলেন?

বিষয়টি নিয়ে একটি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রস্মিতা। জানতে চাওয়া হয়েছিল, কবে প্রথম পরিচয় হয় তাদের? প্রস্মিতা জানান, ‘গানের সূত্রেই প্রথম আলাপ। তাও অনেক বছর আগে। ২০১১ সাল নাগাদ। নতুনদের নিয়ে একটা গান তৈরি হয়েছিল। যে গানটা সাত জন গেয়েছিলেন। সেই সূত্রেই পরিচয় অনুপম-প্রস্মিতার।

বলেন, পেশাগতভাবে দু’জন দু’জনকে চেনেন দীর্ঘদিন। একেবারে কলিগ হিসেবে দু’জনের শুরু। তবে বছর খানেক ধরে সম্পর্ক। যেহেতু দীর্ঘদিন ধরে একে অন্যকে চেনেন, তাই মনের কথা আর আলাদাভাবে বলতে হয়নি। মনের কথা মনে মনেই বুঝে গিয়েছিলেন দু’জন।

উল্লেখ্য, আগামী শনিবার (২ মার্চ) বিয়ের পিঁড়িতে বসছেন এই দুই শিল্পী। বিয়ের বিষয়ে অনুপম জানান, একেবারেই কাছের মানুষদের সঙ্গে নিয়ে রেজিস্ট্রি ম্যারেজ হবে। কাউকেই কোনও কিছু জানান হবে না সেভাবে। শুধুমাত্র কাছের মানুষদের নিয়ে নতুন জীবন শুরু করবেন তারা।

/এমএমএইচ

Exit mobile version