Site icon Jamuna Television

ভয়াবহ দাবানলের কবলে মিসিসিপি

দাবানলে পুড়ে গেছে ১ হাজার ৩শ ৬০ একর জমি। ছবি: ডাব্লিউএলবিটি নিউজ।

ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিসিসিপি। শনিবার অঞ্চলটির জেফারসন ড্যাভিস কাউন্টিতে ছড়িয়ে পড়ে আগুন।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে মিসিসিপির সংবাদ মাধ্যম ডাব্লিউএলবিটি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার, সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে বন বিভাগ। জানায়, এরইমধ্যে পুড়ে গেছে ১ হাজার ৩শ ৬০ একর জমি। আগুণ নিয়েন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। তবে, বৈরি আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে নিয়ন্ত্রণ কাজ।

গেলো তিন দিনের চেষ্টায় কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুন। এদিকে, জর্জ কাউন্টিতেও আরেকটি দাবানলের খবর পাওয়া গেছে। জানা যায়, সেখানেও পুড়ে গেছে ১শ’ একরের বেশি জমি।

\এআই/

Exit mobile version