Site icon Jamuna Television

পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন, নিহত ৩

পশ্চিম তীরেও ব্যাপক আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতভর তুবাস, নাবালুস, রামাল্লাসহ বিভিন্ন এলাকায় রাতভর চলে অভিযান। এক প্রতিবেদনে আরব নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ’এর ব্যাপক গোলাবর্ষণে মৃত্যু হয় তিন ফিলিস্তিনির। আটক হয়েছেন বেশ কয়েকজনকে।

এর আগে, গত ৭ অক্টোবর তেল আবিবে হামাসের অভিযানের পর ইসরায়েলি নৃশংসতার মূল টার্গেট গাজা হলেও, পশ্চিম তীরেও প্রতিনিয়তই চলছে বর্বরতা। প্রতিদিনই চালানো হচ্ছে হামলা।

এদিকে, জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থার তথ্য মতে, গেলো বছর ইসরায়েলি আগ্রাসনে পশ্চিম তীরে মৃত্যু হয়েছে পাঁচ শতাধিক ফিলিস্তিনির।

\এআই/

Exit mobile version