Site icon Jamuna Television

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান বিচারপতি আবু আহমেদ জমাদার

ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বিচারপতি আবু আহমেদ জমাদার। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

ট্রাইব্যুনালের আগের চেয়ারম্যান শাহিনুর ইসলাম ট্রাইব্যুনালের বিচার কাজ পরিচালনা অপারগতা প্রকাশ করেন। এতে শাহিনুর ইসলামকে হাইকোর্টে ফেরত আনা হয়েছে।

এছাড়া, ঢাকার সাবেক জেলা জজ এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়াকে ট্রাইব্যুনালের নতুন সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

/এনকে

Exit mobile version