Site icon Jamuna Television

আইসিজে’তে ইসরায়েলের দখলদারিত্ব ইস্যুতে শেষ হয়েছে শুনানি

আন্তর্জাতিক আদালতে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব ইস্যুতে শেষ হয়েছে শুনানি। শেষ দিন অংশ নেয় ৫টি দেশ এবং তিনটি সংগঠন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গাজার পক্ষে যুক্তিতর্কে, ইসরায়েলি দখলদারিত্বকে মধ্যপ্রাচ্যে সংঘাতের মূল কারণ- উল্লেখ করে তুরস্ক। দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করতে বিচারকদের প্রতি আহ্বান জানান দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী।

এসময়, ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইসরায়েল কীভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, তার আইনি দিকগুলো তুলে ধরেন ওআইসি, আরব লিগ ও আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধিরা। একইসাথে, ইসরায়েলি দখলদারিত্ব কেনো অবৈধ এবং এতে ফিলিস্তিনিদের আত্মসুরক্ষার অধিকার কীভাবে লঙ্ঘিত হচ্ছে, সে বিষয়ে যুক্তি দেন তারা।

\এআই/

Exit mobile version