Site icon Jamuna Television

কোটা পুনর্বহালের দাবিতে ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন

পাবনা প্রতিনিধি
চাকরিতে ৩০% কোটা পুনর্বহালের দাবিতে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা। সোমবার সকালে ঈশ্বরদী উপজেলা সদরের স্টেশন রোডস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে মানববন্ধনে মুক্তিযোদ্ধা, তাদের সন্তানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহণ করেন।
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’- ঈশ্বরদী উপজেলা কমিটির আহবায়ক আব্দুর রহমান মিলন এর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, মুক্তিযোদ্ধার সন্তান আনোয়ারুল ইসলাম রতন, আবুল কালাম আজাদসহ অনেকে। বক্তরা অবিলম্বে কোটা পূর্নবহালের দাবি জানান।

Exit mobile version