Site icon Jamuna Television

অশ্লীল অঙ্গভঙ্গি করায় নিষিদ্ধ হচ্ছেন রোনালদো!

ছবি: সংগৃহীত

সম্প্রতি সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবাবের মুখোমুখি হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। পেনাল্টি থেকে গোল করে দলকে ৩-২ ব্যবধানের জয়ও এনে দিয়েছিলেন পর্তুগিজ তারকা। তবে ম্যাচ চলার সময় আল শাবাবের সমর্থকরা রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি-মেসি’ বলে স্লোগান দিতে থাকেন। ঠিক তখনই মেজাজ হারিয়ে মাঠে উপস্থিত দর্শকের উদ্দেশ্যে অশোভন অঙ্গভঙ্গি করেন পর্তুগিজ ফরোয়ার্ড। তারপর থেকেই ভীষণ সমালোচিত হচ্ছেন রোনালদো। সৌদি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মাঠে অসদাচরণের অভিযোগে দুই ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন রোনালদো, সাথে গুণতে হবে জরিমানাও।

গত রোববার আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলে জয় পাওয়া ম্যাচে এমন কাণ্ড ঘটান পর্তুগিজ তারকা। ম্যাচে স্পট কিক থেকে গোল করে ক্লাব ফুটবলের ৭৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফুটবলার।

আল শাবাবের বিপক্ষে ম্যাচের পুরোটা সময়জুড়েই রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি মেসি’ স্লোগান দিয়েছিলেন কিছু দর্শক। এক পর্যায়ে এর জবাবে তাদের দিকে লক্ষ্য করে অশোভন অঙ্গভঙ্গি করেছিলেন রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে বেশ আলোচনা সমালোচনা হয়েছে রোনালদোকে নিয়ে। এরপর থেকেই ধারণা করা হচ্ছিল, রোনালদোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সৌদি লিগ কর্তৃপক্ষ। আল শাবাবের পক্ষ থেকেও রোনালদোর এমন আচরণের বিরুদ্ধে জানানো হয়েছিল অভিযোগ।

সৌদি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, দৃষ্টিকটু আচরণের জন্য দুই ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও দিতে হতে পারে রোনালদোকে। তবে জরিমানার অংক কত হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে আল নাসরের শীর্ষ তারকা রোনালদো দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়লে তা দলটির জন্য বড় ধাক্কাই হবে। কারণ, বৃহস্পতিবার আল হাজমের বিপক্ষে লিগ ম্যাচ এবং এএফসি চ্যাম্পিয়নস লিগে আল আইনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলা হবে না রোনালদোর।

/আরআইএম

Exit mobile version