Site icon Jamuna Television

ফাইনাল খেলার জন্য ছাড়পত্র পেলেন মোস্তাফিজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল নিশ্চিতের পর এবার স্বস্তির খবর পেলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামী শুক্রবারের (১ মার্চ) শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে যাচ্ছেন দলটি পেস আক্রমণের স্তম্ভ মোস্তাফিজুর রহমান। বিষয়টি যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, মাথার সেলাই কাটা হয়েছে তার। তাই ফাইনাল খেলতে আর কোন বাঁধা নেই মোস্তাফিজের।

এদিকে প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারেননি এই কাটারমাস্টার। চট্টগ্রামে অনুশীলনে মাথায় বলের আঘাত পাওয়ায় থাকতে হয়েছে মাঠের বাইরে। যদিও তারকা এই পেসারকে ছাড়াই রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কুমিল্লা।

/আরআইএম

Exit mobile version