Site icon Jamuna Television

যৌন হয়রানি: ভিকারুননিসার শিক্ষক মুরাদের ২ দিনের রিমান্ড

অভিযুক্ত শিক্ষক মুরাদ হোসেন সরকার। ছবি: সংগৃহীত।

যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার শিক্ষক মুরাদ হোসেন সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে, মুরাদকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিন রাতে কলেজের পরিচালনা কমিটির জরুরি সভায় মুরাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। একইসাথে গভীরতর তদন্তের জন্য আরও একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানটির গণিতের শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেনের বিরুদ্ধে গত ৭ ফেব্রুয়ারি কলেজ কর্তৃপক্ষের কাছে অভিভাবকেরা অভিযোগ করেন, কোচিংয়ে ছাত্রীদের যৌন হয়রানি করেন তিনি। প্রায় এক দশক ধরে শিক্ষার্থীদের প্রাইভেট কোচিংয়ে নিয়ে যৌন নির্যাতন করতেন মুরাদ হোসেন।

এরইপ্রেক্ষিতে গত শনিবার মুরাদ হোসেনকে আজিমপুর শাখা থেকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করে কলেজ কর্তৃপক্ষ।

/এএস/এমএন

Exit mobile version