Site icon Jamuna Television

ঘরে বাবার মরদেহ রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন মেয়ে

রাঙ্গামাটি করেসপনডেন্ট:

রাঙ্গামাটিতে বাবার মরদেহ ঘরে রেখে অশ্রুসিক্ত নয়নে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম মেমেসিং মারমা। তিনি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারা পাড়া এলাকার বাসিন্দা এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে ধর্ম বিষয়ের পরীক্ষায় অংশ নেন তিনি। মেমেসিং মারমার বাবার নাম উপাচিং মারমা। সোমবার বিকেলে কুকিমারা পাড়ায় নিজ বাড়িতে মারা যান উপাচিং মারমা।

কুকিমারা এলাকার কারবারি চিংসুই মং মারমা জানান, মেমেসিং মারমার বাবার একটি কিডনি অনেক আগে থেকেই নষ্ট ছিল। তার মেয়ে বাবার মরদেহ রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নেন। বিকেলে ধর্মীয় কার্যাদি শেষে কুকিমারা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয় বলেও জানান তিনি।

ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা জানান, মেমেসিং মারমা চলমান এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছেন।

/এএস

Exit mobile version