Site icon Jamuna Television

ফরিদপুরে আ. লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ২০

ফরিদপুর করেসপন্ডেন্ট:

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চান্দ্রা ইউনিয়নের তারাইল ঈশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোখলেসুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে একই গ্রামের ফারুক তালুকদার ও সাইদুল শিকদারের। দু’পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

তারা আরও জানায়, বিরোধের জের ধরে আজ সকালে রাজিব মাতুব্বর নামে একজনকে বেধড়ক মাধর করে প্রতিপক্ষ। এই খবর ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে সড়কে জড়ো হন দু’পক্ষের লোকজন। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। ভাঙচুর করা হয় একটি পেট্রোল পাম্প ও কয়েকটি মোটরসাইকেল।

এ সংঘর্ষের কারণে আধা ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। কয়েক কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়ে যানজট। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

/এমএন

Exit mobile version