Site icon Jamuna Television

আজ জগন্নাথ হল ট্র্যাজেডি দিবস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ট্র্যাজেডি ৩৩ বছর পূর্ণ হয়েছে। শোক দিবস উপলক্ষে সকালে অপরাজেয় বাংলায় কালো পতাকা উত্তোলন, র‍্যালি হয়। এরপর শোক মিছিল নিয়ে জগন্নাথ হলের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করেন ছাত্র-শিক্ষক।

সকালে জগন্নাথ হল প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি, ও সন্ধ্যা ৬ টা পর্যন্ত জগন্নাথ হল প্রশাসনের ব্যবস্থাপনায় নিহতদের তৈলচিত্র ও দ্রব্যাদি প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের একটি ভবন ধ্বসে প্রায় ৪০ জন প্রাণ হারান।

Exit mobile version