Site icon Jamuna Television

লোকালয়ে ঘুরছে হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়!

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালির বাজার এলাকায় লোকালয়ে ছুটে বেড়াচ্ছে একটি হনুমান। কয়েকদিন ধরেই বড় আকারের এই হনুমানটিকে ঘুরতে দেখা যাচ্ছে এলাকায়।

অনেকে খাবার দেয়ার পাশাপাশি হনুমানটির মাথায় হাতও বুলিয়ে দিচ্ছে।

হনুমানটিকে মাঝেমধ্যে গাছের ডালে আবার কখনও ঘরের চালে ছোটাছুটি করে। মাঝেমধ্যে মাটিতেও বসে থাকতে দেখা গেছে প্রাণীটিকে।

এদিকে বন্যপ্রাণী হঠাৎ লোকালয়ে আসায় সেটিকে দেখতে ভিড় করছেন উৎসুক লোকজন। অনেকেই হনুমানটিকে খাবার দিচ্ছে। হনুমানও খাবার খেয়ে ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে।

টিনের চালে বসে আছে হনুমান, দেখছে মানুষজন।

মঙ্গলবার (২৭ ফ্রেব্রুয়ারি) মঙ্গলবার সকালে কালির বাজার জামে মসজিদ ছাদে হনুমানটিকে দেখতে পায় স্থানীয় এলাকাকাবাসী। এর আগে, সাধুর আশ্রম এলাকায়ও ঘোরাফেরা করতে দেখা গেছে দলছুট এই হনুমানটিকে।

/এমএইচ

Exit mobile version