রাজধানী শাহজাহানপুরের ঝিল মসজিদ এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে দুই দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মোট ৬ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় প্রথম ও সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে পাঁচ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।
দগ্ধরা হলেন– মিন্টু মিয়া (৫০), বাচ্চু মিয়া (৪৫), মারিয়া (১৮), মনির হোসেন (৪২), দেলোয়ার হোসেন (৫৭) ও আলী আকবর (৪৫)।
কর্তব্যরত চিকিৎসকদের বরাতে জানা গেছে, সকালে যারা হাসপাতালে গিয়েছেন তাদের মধ্যে একজনের শরীরের ৪০ শতাংশ ও আরেকজনের ২২ শতাংশ পুড়ে গিয়েছে। আর বাকিরা সামান্য দগ্ধ হয়েছেন। চিকিৎসা শেষে তাদেরকে ছেড়ে দেয়া হবে বলেও জানান তারা।
স্থানীয়রা জানায়, সকালেই গ্যাস লিকেজ হওয়ার বিষয়টি বুঝতে পারেন তারা। প্রথমে নিজেরাই সেটি মেরামতের চেষ্টা করেন। এ সময় দিয়াশলাইয়ের কাঠি দিয়ে পরীক্ষা করতে গেলে প্রথম বিস্ফোরণ ঘটে। এতে তিনজন দগ্ধ হয়। পরে তিতাস কর্তৃপক্ষকে খবর দেয়া হয়। তবে, সন্ধ্যা পর্যন্ত তিতাসের লোক না আসায় স্থানীয় গ্যাসের মিস্ত্রিকে ডাকা হয়। মিস্ত্রি গ্যাস লাইন মেরামত করতে গেলে দ্বিতীয়বার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আরও তিনজন দগ্ধ হয়।
স্থানীয়দের অভিযোগ, তিতাসের অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে। এছাড়া, এলাকার অনেক বাড়িতে প্রায়ই গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যায় বলেও জানায় তারা।
এদিকে দুই দফায় বিস্ফোরণের পর রাতে ঘটনাস্থলে আসে তিতাসের কর্মীরা। এ সময় তারা এলাকার বিভিন্ন পয়েন্টে গ্যাসের লিকেজ আছে কিনা, খুঁজে দেখেন।
অপরদিকে, রাতেও ঘটনাস্থলের একটি অংশে গ্যাসের তীব্র গন্ধ ছিল। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
/আরএইচ

