Site icon Jamuna Television

বিমান থেকে গাজায় ত্রাণ কর্মসূচি দেখলেন জর্ডানের বাদশাহ

বিধ্বস্ত গাজায় বিমান থেকে ত্রাণ ফেলার কার্যক্রম পরিদর্শন করলেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নিজে উপস্থিত থেকে তদারকি করেন সহায়তা কর্মসূচিতে। এক প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

ভিডিও ফুটেজে দেখা যায়, গাজায় সহায়তার বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন বাদশাহ। পরে বিমানে ওঠেন তিনি। সাথে থেকেই পর্যবেক্ষণ করেন কীভাবে আকাশ থেকে ত্রাণ পৌঁছাচ্ছে উপত্যকায়। গাজার ২০ লাখ মানুষের খাদ্য সংকট মোকাবেলায় মানবিক সহায়তা দ্বিগুন করা দরকার বলে মন্তব্য করেন বাদশাহ আব্দুল্লাহ। ইসরায়েলকে রাজি করাতে পশ্চিমাদের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

ইসরায়েলের বাধার মুখে সীমান্ত বন্ধ হওয়ায় অসম্ভব হয়ে পড়েছে গাজায় ত্রাণ পাঠানো। এ পরিস্থিতিতে ভরসা একমাত্র আকাশপথ। গাজায় ত্রাণ পাঠাতে তাই বিমান আর প্যারাসুটের আশ্রয় নিয়েছে প্রতিবেশী জর্ডান। গেলো পাঁচ মাসে, এয়ার ড্রপ পদ্ধতিতে ১৭ দফা উপত্যকায় ত্রাণ সরবরাহ করলো জর্ডান।

\এআই/

Exit mobile version