Site icon Jamuna Television

টঙ্গীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৬

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর: 

ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের এক ঘণ্টারও বেশি সময়ের প্রচেষ্টায় গাজীপুরের টঙ্গীতে মরিয়ম ম্যানশনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় সামান্য দগ্ধ হয়েছেন ওই ভবনে থাকা ৬ ব্যক্তি। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে লাগা আগুন টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় সকাল ৭টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, টঙ্গী বাজার এলাকায় মরিয়ম ম্যানশন নামের ওই ৭ তলা ভবনে দ্বিতীয় তলায় একটি বেসরকারী ব্যাংক ও বাকী অংশ গুদাম হিসেবে মালামাল মজুদ করেন স্থানীয় ব্যবসায়িরা। ভোরে ওই ভবনের চার তলায় আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করা হয়। পরে চার তলায় লাগা আগুন ৫ ও ৬ তলায় ছড়িয়ে পড়তে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বেশ কয়েকজন ব্যবসায়ীর কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তারা।

ওই ভবনে থাকা ব্যবসায়ী লিখন হোসেন বলেন, তিনিসহ ওই ভবনে থাকা ৬ জন সামান্য দ্বগ্ধ হয়েছে। তাদের মধ্যে রয়েছেন লিটন, রাকিব, সাগর, রোমান ও মনোয়ারুল। তাদের কারোর হাত, মাথার চুল ও পা আগুনে সামান্য ঝলসে গেছে। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে ভবনে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ৫টা ৪৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে সকাল ৭টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version