Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের প্রশংসায় পঞ্চমুখ নেতানিয়াহু

আন্তর্জাতিক চাপ থাকলেও যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থন পাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এ মন্তব্য করলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামানি নেতানিয়াহু। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।

নেতানিয়াহু বলেছেন, উপযুক্ত সময়ের আগে যুদ্ধ বন্ধে যে চাপ তৈরি হয়েছে তা কমাতে শুরু থেকেই রাজনৈতিক তৎপরতা চালিয়ে আসছি। ইসরায়েলের প্রতি সমর্থন বাড়াতেও কাজ করছি। উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছে আমার পদক্ষেপ।

এদিকে জরিপ বলছে, ৮২ শতাংশ মার্কিন নাগরিকই ইসরায়েলকে সমর্থন করে। এটি, বিজয় অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে আমাদের শক্তি জোগাবে।

\এআই/

Exit mobile version