Site icon Jamuna Television

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা এলাকায় ট্রেনের ধাক্কায় ফাহাদ হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ওই গ্রামের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত ফাহাদ হোসেন রাঙ্গিয়ারপোতা গ্রামের কুয়েত প্রবাসী আব্দুস সামাদ সর্দারের ছেলে। এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র সে।

স্থানীয়রা জানান, সকালে ওই স্কুলছাত্র মোটরসাইকেলে করে বাড়ি থেকে গ্রামের মাঠে যাচ্ছিলো। পথে রেলক্রসিংয়ে পৌঁছালে খুলনা থেকে চিলাহাটীগামী রুপসা-৭২৭ ট্রেনের সাথে ধাক্কা লাগে। এসময় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শাহিদুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র মারা গেছে আমরা শুনেছি। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version