Site icon Jamuna Television

জন্মহার বাড়ছে না দক্ষিণ কোরিয়া ও চীনে

দক্ষিণ কোরিয়ার ইয়ঙ্গিনের একটি বিনোদন পার্কে রোলার কোস্টারে চড়ছে শিশুরা। ছবি: এপি

একের পর এক পদক্ষেপের পরও জন্মহার বাড়ছে না জাপানের প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া ও চীনেও। টানা চতুর্থ বছরের মতো বিশ্বের সবেচেয়ে কম প্রজনন হারের দেশ হিসেবে রেকর্ড ধরে রাখলো দক্ষিণ কোরিয়া। খবর রয়টার্সের।

টানা দ্বিতীয় বছরের মতো জনসংখ্যার হার নিম্নমুখী চীনে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত দেশ দুটির জনসংখ্যা বিষয়ক প্রতিবেদনে জানা যায় এসব তথ্য। চীনে ২০১৬ সালের তুলনায় অর্ধেকে নেমে এসেছে নবজাতক জন্মের সংখ্যা। ২০২২ সালে রেকর্ড কম সংখ্যক বিয়ে নিবন্ধিত হয় দেশটিতে। এমন পরিস্থিতিতে নববিবাহিতদের জন্য লটারিতে পুরস্কার ঘোষণা করেছে বেইজিং।

জন্মহার হ্রাস ঠেকাতে ২০ থেকে ৩০ বছর বয়সী নারীদের আর্থিক সহায়তার নীতি চালু করেছে দক্ষিণ কোরিয়াও। তবে বিলিয়ন-বিলিয়ন ডলার খরচ করেও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না দেশগুলো।

/এএম

Exit mobile version