Site icon Jamuna Television

বাউফলে ভুয়া চিকিৎসক গ্রেফতার, ক্লিনিক সিলগালা

বাউফল (পটুয়াখালী) করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে সনদ ও অনুমোদন ছাড়া এক ব্যক্তি দীর্ঘদিন ক্লিনিক খুলে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এই অভিযোগে কালিশুরি ইউনিয়নের ‘ফেয়ার মেডিকেল সার্ভিসেস’ নামক ক্লিনিকে অভিযান চালিয়ে ক্লিনিকের পরিচালক চিকিৎসক মহিউদ্দিন আহমেদকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ক্লিনিকটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক কুমার কুন্ড। এসময় তিনি বিভিন্ন প্রকার মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট রাখার অপরাধে এবং ক্লিনিক পরিচালনার লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন। একইসাথে ক্লিনিকের পরিচালক ভুয়া সনদ দেখিয়ে নিজেকে চিকিৎসক দাবি করায় মহিউদ্দিনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

এ বিষয়ে এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ড বলেন, কোনো অনুমোদন ও সনদ ছাড়াই মেডিকেল প্র্যাক্টিস করার অপরাধে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা ও সেটি সিলগালা করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এএস/আরএইচ

Exit mobile version