Site icon Jamuna Television

১০ রানে আউট হয়ে ফিরলেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুরের বিপক্ষে ১৫০ রানের জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে ফরচুন বরিশাল। বুধবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অঘোষিত সেমিফাইনালে আগে ব্যাট করে ১৪৯ রান সংগ্রহ করে সাকিব-সোহানরা।

কিন্তু শুরুতেই হোঁচট খায় বরিশাল। ব্যক্তিগত ১০ রানে আউট হন ওপেনার তামিম ইকবাল। আবু হায়দার রনির বলে মোহাম্মদ নবীর হাতে ক্যাচের শিকার হয়ে সাজঘরে ফেরেন তামিম।

তামিম আউট হওয়ার দুই বল পরেই আউট হোন মিরাজ। ব্যক্তিগত ৮ রানে রনির এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভার শেষে বরিশালের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩৮ রান। ক্রিজে আছেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম।

/এমএইচআর

Exit mobile version