Site icon Jamuna Television

নমিনেশন নিয়ে বিভেদ না করার আহ্বান কাদেরের

বিএনপি’র আন্দোলন ভুয়া, তাদের ৭ দফা দাবি ষড়যন্ত্রের দাবি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার বিকালে যাত্রবাড়ীতে বিআরটিসির নতুন ডিপোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও গণসংযোগে অংশ নিয়ে একথা বলেন তিনি।

এসময়, নবগঠিত ঐক্যফ্রন্টকে জগাখিচুড়ী ঐক্য উল্লেখ করে এই ঐক্যে জনগণের বিশ্বাস নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, স্লোগান-পাল্টা স্লোগান দিয়ে নমিনেশন পাওয়া যাবে না। কার কি কর্ম, কে ভালো করছে খারাপ করছে তার আমলনামা জমা আছে। মানুষ কাজ দেখে ভোট দেবে, বিএনপির কোন কাজ নেই তাই বিএনপি ভোট পাবে না। নমিনেশন নিয়ে নিজেদের মধ্য বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।

Exit mobile version