Site icon Jamuna Television

বাংলাদেশের ধর্মীয় সম্প্রতি পৃথিবীতে বিরল: প্রধানমন্ত্রী

ধর্ম যার যার উৎসব সবার- বাংলাদেশের এমন পরিবেশ পৃথিবীতে উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংখ্যায় কম বা বেশি বড় কথা নয়, সবাই উৎসবের সাথে ধর্ম পালন করবে বলে আশা করেন তিনি। আজ সোমবার বিকালে দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরুর দিন বিকালে রাজধানীর রামকৃষ্ণ মিশন মঠে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই মন্দির প্রাঙ্গণে আয়োজিত পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরে মঠ কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক তুলে দেন।

সমবেতদের উদ্দেশে বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী দেশ ও দেশের বাইরে থাকা সব সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।

শেখ হাসিনা বলেন, লাখো শহীদের রক্তে অসাম্প্রদায়িক চেতনা নিয়েই স্বাধীন হয়েছিলো বাংলাদেশ। স্বাধীন দেশে সবাই মাথা উচু করে চলবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি পৃথিবীতে বিরল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রতি বছরই দেশে পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

পরে প্রধানমন্ত্রী পরিদর্শন যান জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে।

মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, অতীতের বিভিন্ন সরকারের কারণেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছিলো। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বর্তমান সরকার কাজ করে চলছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

Exit mobile version