Site icon Jamuna Television

গাজায় অপুষ্টিতে একদিনে ৬ শিশুর মৃত্যু

ছবি: রয়টার্স

অপুষ্টি, পানিশূন্যতায় একদিনে ৬ শিশুর মৃত্যু হয়েছে অবরুদ্ধ গাজায়। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

কামাল আদওয়ান হাসপাতালে চার জন এবং আল শিফা হাসপাতালে দুজনের মৃত্যু হয়। খাবার ও পানির অভাবে হাহাকার বাড়ছেই। জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে উপত্যকা। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়েছে গাজার চার ভাগের এক ভাগ কুয়া। বিশুদ্ধ পানির অভাবে ছড়াচ্ছে রোগবালাই। খাদ্য উৎপাদন নেই বললেই চলে। বিপর্যয়ের মুখে ১০ লাখ শিশু। হাসপাতাল ঘিরে বাড়ছে যুদ্ধ। জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে আল-আওয়াদা হাসপাতালেও বন্ধ কার্যক্রম।

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আবারও অবিলম্বে মানবিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

/এএম

Exit mobile version