Site icon Jamuna Television

বড় বিপদ থেকে বাঁচলো যাত্রীবাহী বিমান

ছবি: বিবিসি

বড় বিপদ থেকে রক্ষা পেলো একটি যাত্রীবাহী বিমান। লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে অবতরণের সময় পড়ে তীব্র ও ঝড়ো হাওয়ার কবলে।বুধবার (২৮ ফেব্রুয়ারি) একটি ভিডিও প্রকাশ করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ভিডিওচিত্রে দেখা যায়, ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান ঝড়ের মধ্যেই ল্যান্ডিংয়ের চেষ্টা করছে। এসময় রানওয়ে থেকে বারবার সেটি ছিটকে যাচ্ছিলো। চাকা রানওয়ে ছোঁয়ার মুহুর্তেই তীব্র বাতাসের বাধায় আবারও আকাশে উড়তে বাধ্য হয় বিমানটি।

পরে বার্লিন ঘুরে লন্ডনে আসে বিমানটি এবং দ্বিতীয়বারের চেষ্টায় সফলভাবে অবতরণ করে। ভিডিওটি দেখে টুইটারে (এক্স) জেমস জনসন নামে একজন বলেন, আমি অবশ্যই এই ফ্লাইটে যাত্রী হতে চাই না।

/এএম

Exit mobile version