Site icon Jamuna Television

সাজার মেয়াদ শেষ, ১৫৭ বিদেশিকে নিজ দেশে ফেরতে পাঠাতে নির্দেশ

বিভিন্ন অপরাধের সাজা খাটা শেষে প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা ১৫৭ জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

এর আগে গত ২১ জানুয়ারি এক প্রতিবেদনে জানানো হয়, দেশের কারাগারে সাজা খাটা শেষে মুক্তির অপেক্ষায় ১৫৭ জন বিদেশি। এর মধ্যে ১৫০ জন ভারতের, পাঁচজন মিয়ানমারের এবং পাকিস্তান ও নেপালের দুই নাগরিক।

রাষ্ট্রপক্ষ জানায়, সাজা খাটা হলেও অন্য দেশের নাগরিক হওয়ায় সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করে এসব ব্যক্তিদের নিজ দেশে প্রত্যাবাসন করতে হয়। সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের মুক্তি দেয়া সম্ভব নয়।

/এমএন

Exit mobile version