Site icon Jamuna Television

‘সিতারে জামিন পার’ নিয়ে আমির দিলেন নতুন তথ্য

বলিউডে মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত আমির খান। বরাবরই কাজের নৈপুণ্য নিয়ে দর্শক মহলে প্রশংসিত তিনি। সকলেরই হয়তো মনে আছে আমিরের তারে জামিন পারের কথা। তবে এবার দর্শকদের জন্য নিয়ে আসতে চলেছেন ‘সিতারে জামিন পার’। এ নিয়ে দর্শকদের দিলেন নতুন এক তথ্য।

সম্প্রতি ভারতের টিভি নাইনকে দেয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, নতুন ছবি সিতারে জামিন পারের শুটিং ইতোমধ্যে শুরু হয়ে গেছে। চলতি বছরের শেষে অর্থাৎ ক্রিসমাসে মুক্তি দেয়ার ব্যাপারে আশাবাদী তিনি। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে আমিরকে। সাথে থাকবেন ‘জানে তু ইয়া জানে না’ খ্যাত জিনেলিয়া দেশমুখ।

এর আগে, আমিরের লাল সিং চাড্ডা বক্স অফিসে তেমন প্রভাব দেখাতে না পেরে মুখ থুবড়ে পড়ে। তবে এবার সিতারে জামিন পার ব্যবসা সফল করার লক্ষ্যেই হয়তো ক্রিসমাসের মতো সময়কে বেছে নিয়েছেন আমির।

তবে একই সময় মুক্তি পাওয়ার কথা রয়েছে, অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ছবিতে সুনীল শেট্টি, সঞ্জয় দত্ত ও রাভিনা টন্ডনের মতো বেশ খ্যাতনামা কিছু তারকাও রয়েছেন। তারমানে ক্রিসমাসে এই দুই ছবির হাড্ডা হাড্ডি লড়াই দেখবে বক্স অফিস।

এটিএম/

Exit mobile version