Site icon Jamuna Television

৩টি শব্দ বলার পারিশ্রমিক ৫ কোটি!

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। তাকে সবচেয়ে বেশি দেখা যায় তেলেগু সিনেমায়। বছরখানেক আগে মহেশ অভিযোগ করেছিলেন, বলিউড তাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না, তাই তিনি দক্ষিণী সিনেমাতেই থাকতে চান। তার সেই মন্তব্যে বি টাউনসহ সামাজিক যোগাযোগমাধ্যম ও নেটিজেনদের পাল্টা মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছিল।

তবে এবার মহেশ বাবুকে পাওয়া গেলো ভিন্ন ধাঁচে। ভারতের ই-কমার্স পেমেন্ট সিস্টেম ও ডিজিটাল ওয়ালেট সংস্থা ফোন-পের সাথে যুক্ত হয়েছেন মহেশ বাবু। এটির মানি আউটপুট সেবার একটি নোটিফিকেশনে কন্ঠ দিয়েছেন এ অভিনেতা। ফোন-পেতে টাকা আদানপ্রদান হলেই বাজবে মহেশের কন্ঠস্বর। শোনা যাবে তার কন্ঠ, ‘থ্যাংক ইউ বস।’ যারা সেবাটি ব্যবহার করেন তারা ইতোমধ্যেই শুনে ফেলেছেন এ অভিনেতার গলায় সম্বোধনটি।

উল্লেখ্য, এই তিনটি শব্দ বলতেই মহেশ পারিশ্রমিক নিয়েছেন ৫ কোটি রুপি। এই কাজের জন্য যে পারিশ্রমিক নিয়েছেন তিনি, সেটা প্রকাশ্যে আসার পর অনেকেই বুঝেছেন কেন বলিউডের পারিশ্রমিক নিয়ে আগের সেই ভাবনা প্রকাশ করেছিলেন তিনি।

/এমএইচআর/এমএন

Exit mobile version