Site icon Jamuna Television

বড়াইগ্রামে গৃহবধুকে মারপিটের মামলায় কাউন্সিলর কারাগারে

গ্রেফতার কাউন্সিলর আতোয়ার। ছবি- ফাইল

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর

নাটোরের বড়াইগ্রামে এক গৃহবধুকে মারপিটের মামলায় আতোয়ার রহমান লিটন নামে এক ওয়ার্ড কাউন্সিলরকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। লিটন বড়াইগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং মৌখাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, ওয়ার্ড কাউন্সিলর আতোয়ার রহমান লিটনের ভাই আশরাফুল ইসলাম কিছুদিন আগে একই গ্রামের হারুন অর রশিদের বোন শিউলী খাতুনের কাছ থেকে ওয়ারিশসুত্রে পাওয়া দুই শতাংশ জমি কিনে নেন। এ সময় তারা কৌশলে হারুন অর রশিদের বাড়ির ভেতরের জমি লেখে নেন। এরপর থেকে কাউন্সিলর ও তার ভাই হারুনকে বাড়ি ভেঙে নেয়ার জন্য বারবার চাপ দিচ্ছিলেন। গত মঙ্গলবার এ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওয়ার্ড কাউন্সিলর তার ভাইয়ের বাড়ির কাজের লোক ও দুই নারী একত্রিত হয়ে হারুনের স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম করে।

পরে মারপিটের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে মারপিটের শিকার ওই নারী চারজনের নামে বুধবার থানায় মামলা দায়ের করেন। পরে ওইদিন রাতেই ওয়ার্ড কাউন্সিল লিটনকে গ্রেফতার করে পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

/এনকে

Exit mobile version