Site icon Jamuna Television

বাড়ছে মন্ত্রিসভার আকার, শপথ হতে পারে শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত হতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে , নতুন করে শপথ নিতে যাওয়া মন্ত্রীদের জন্য ১০টি গাড়ি প্রস্তুত করা হচ্ছে। তবে কারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন তা বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনও নিশ্চিত করে কিছু বলেননি।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয় আওয়ামী লীগ। ১০ জানুয়ারি প্রথম দফায় ৩৭ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করা হয়েছিল। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর বাইরে পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন।

তবে এই মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই। এর মধ্যে- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ে বর্তমানে আলাদা মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই। এগুলোর দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে রয়েছে। আবার কয়েকটি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী থাকলেও পূর্ণ মন্ত্রী নেই। কিছু মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী থাকলেও প্রতিমন্ত্রী নেই। মন্ত্রিসভা সম্প্রসারণে এসব বিষয় বিবেচনায় আসতে পারে বলে আলোচনা আছে।

/এনকে

Exit mobile version