Site icon Jamuna Television

জাফরুল্লাহ’র বিরুদ্ধে সেনা সদরের জিডি রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে গ্রহণ

ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সেনা সদরের পক্ষ থেকে করা সাধারণ ডায়েরিটি রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। তদন্তেও নেমেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া আশুলিয়া থানায়ও ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মামলা হয়েছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো’তে সেনাপ্রধানের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দেয়ায় ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে গত বৃহস্পতিবার ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলে এটি রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেয়া হয় ডিবি পুলিশকে।

অন্যদিকে, সোমবার আশুলিয়া থানায় জমি দখল, ভাংচুর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি। ডা. জাফরুল্লাহ’সহ গণস্বাস্থ্যের পরিচালক মো. সাইফুল ইসলাম শিশির ও কর্মকর্তা দেলোয়ার হোসেনকেও আসামি করা হয়েছে।

Exit mobile version