নব্য জেএমবি’র আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে দুইটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সোমবার রাত ৯ টার পর থেকে বাড়ি দুইটি ঘেরাও করে রাখা হয়।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট ও পুলিশ সদর দফতর যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে নরসিংদী জেলা পুলিশ।
আস্তানা দুইটির মধ্যে একটি, মাধবদীর গাঙপাড় এলাকার ৭ তলা একটি ভবনের সপ্তম তলা। সেখানে অন্তত দুই জন নারী ও একজন পুরুষ রয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
আর শেখেরচরের ভগীরথপুর মাজার বাসস্ট্যান্ডের চেয়ারম্যান রোডের একটি পাঁচতলা বাড়িও ঘিরে রাখা হয়েছে। দুটি বাড়িতেই অভিযান চালানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

