Site icon Jamuna Television

শারদীয় দুর্গা পূজার মহাসপ্তমী আজ

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার মহাসপ্তমী আজ।

পঞ্জিকা অনুযায়ী বেলা ১১টা ৫৬ মিনিটে নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা সম্পন্ন হবে। এরপর পুণ্যার্থীরা উপবাস পালন করে অঞ্জলি দেবেন।

এর আগে গতকাল সকালে কল্পারম্ভের মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। শান্তি ও সমৃদ্ধি কামনায় হয় নানা আচার-অনুষ্ঠান।

শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরুর দিন বিকালে রাজধানীর রামকৃষ্ণ মিশন মঠে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই মন্দির প্রাঙ্গণে আয়োজিত পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

ধর্ম যার যার উৎসব সবার- বাংলাদেশের এমন পরিবেশ পৃথিবীতে উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংখ্যায় কম বা বেশি বড় কথা নয়, সবাই উৎসবের সাথে ধর্ম পালন করবে বলে আশাব্যক্ত করেন তিনি। পরে মঠ কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক তুলে দেন।

সমবেতদের উদ্দেশে বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী দেশ ও দেশের বাইরে থাকা সব সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান। পরে প্রধানমন্ত্রী জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে পরিদর্শনে যান।

Exit mobile version