Site icon Jamuna Television

বেইলি রোডে অগ্নিকাণ্ড: ‘আহতরা শঙ্কামুক্ত নন’

ঢাকার বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শুক্রবার (১ মার্চ) সকালে বার্ন ইনস্টিটিউটে পরিদর্শনের গিয়ে তিনি এ কথা জানান।

এ ঘটনায় আহত হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি আছেন। আর মারা গেছেন অন্তত ৪৬ জন।

এই প্রসঙ্গ স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা মারা গেছেন, সেটা কার্বন মনোক্সাইড পয়জনিংয়ের কারণে। এটা বদ্ধ ঘর থেকে বের হতে পারে না, তখন ওই ধোঁয়া শ্বাসনালিতে চলে যায়।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সাত তলা ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।

/এমএন

Exit mobile version