Site icon Jamuna Television

ফ্রান্সে আকস্মিক বন্যায় প্রাণ গেছে ১৩ জনের

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় প্রাণ গেছে অন্তত ১৩ জনের। সোমবার, প্রাণহানির এই সংখ্যা নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়, অদেঁ শহরের বেশ কিছু এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। গত মাস থেকেই শুরু হয় ভারী বৃষ্টিপাত। তবে, রোববার রাতে হঠাৎ স্থানীয় নদীর পানির উচ্চতা বাড়তে থাকে। যা তলিয়ে দেয় বেশিরভাগ এলাকা।

দেশটির জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ফ্রান্সের এক শতাব্দীর ইতিহাসে অঁদে নদী সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। দুর্গত এলাকা পরিদর্শন শেষে, প্রধানমন্ত্রী এদুয়া ফিলিপ জানান উদ্ধারকাজ ও ত্রাণ সরবরাহ গতিশীল করতে মোতায়েন রয়েছে ৭টি হেলিকপ্টার এবং ৭শ’র বেশি উদ্ধারকর্মী।

দুর্গতদের নিজ বাড়ির ছাদে অবস্থানের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে, তাদের শনাক্তের মাধ্যমে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া সহজ হবে।

Exit mobile version