Site icon Jamuna Television

পশ্চিম তীরে রাতভর গুলিবর্ষণ ইসরায়েলের, নিহত ২

দখলকৃত পশ্চিম তীরেও ব্যাপক সাঁড়াশি অভিযান ও ধরপাকড় চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতভর জেরিকো, জেনিন, নাবলুস’সহ বিভিন্ন এলাকায় চলে আগ্রাসন। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আইডিএফ গুলি করে হত্যা করা হয় দুই ফিলিস্তিনিকে। দাবি, তারা সন্ত্রাসবাদের সাথে জড়িত ছিলো। এছাড়া, কালান্দিয়া ক্যাম্পেও নাশকতা চালায় ইসরায়েলি সৈন্যরা। আগুন ধরিয়ে দেয় বেশ কয়েকটি গাড়িতে। ফিলিস্তিনিদের বাড়ি-ঘর লক্ষ্য করে পাথর ছোড়ে ইসরায়েলি দখলদাররাও। এসময়, কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, ধরপাকড়ের শিকার হন অনেক ফিলিস্তিনি।

এর আগে, গত ৭ অক্টোবর, হামাসের অভিযানের পর ইসরায়েলি নৃশংসতার মূল টার্গেট গাজা হলেও; পশ্চিম তীরে প্রতিনিয়ত চলছে বর্বরতা। অজুহাত, সন্ত্রাসবাদ নির্মূল।

এদিকে, জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থার তথ্য মতে, গেলো বছর ইসরায়েলি আগ্রাসনে পশ্চিম তীরে মৃত্যু হয়েছে পাঁচ শতাধিক ফিলিস্তিনির।

\এআই/

Exit mobile version