Site icon Jamuna Television

লোহিত সাগরে শত্রুদের চমকে দেয়া হবে: হুতি

লোহিত সাগরে শত্রুদের চমকে দিতে, জোরালো সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠি হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) টেলিভিশনে দেয়া ভাষণে এ কথা জানান গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতি। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

হুতি নেতা আব্দুল মালিক আল-হুতি বলেছেন, সামরিক অভিযান অব্যাহত থাকবে। যা হবে শত্রুপক্ষের জন্য চমক। এ বিষয়ে কথা বাড়াতে চাই না; আমাদের পদক্ষেপই দিবে বড় প্রমাণ।

তিনি আরও বলেন, মিত্ররা যা প্রত্যাশা করে, তার তুলনায় অনেক বেশি কিছু অপেক্ষা করছে শত্রুদের জন্য। আমাদের অবস্থান স্পষ্ট। ফিলিস্তিনিদের উপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগর, আরব সাগর এবং এডেন উপসাগরে চলবে অভিযান।

\এআই/

Exit mobile version