Site icon Jamuna Television

দ্বিতীয়বার পিটিআইয়ের চেয়ারম্যান নির্বাচিত হলেন গহর

আবারও ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)’র চেয়ারম্যান নির্বাচিত হলেন ব্যারিস্টার গহর আলী খান। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার, টানা দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলটির চেয়ারম্যান হন তিনি। এর আগে, গহরের প্রতিদ্বন্দ্বী প্যানেল নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। পরে পিটিআই এক বিবৃতিতে জানায়, গওহরই একমাত্র প্রার্থী ছিলেন।

পাশাপাশি, ওমর আইয়ুব খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী রোববার (৩ মার্চ) পিটিআই’র অভ্যন্তরীন নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে পাকিস্তানের নির্বাচন কমিশন।

\এআই/

Exit mobile version