Site icon Jamuna Television

যশোরে বন্দুকযুদ্ধে নিহত ১

যশোর সদর উপজেলার মণ্ডলগাতি এলাকায় কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, গতরাতে মণ্ডলগাতি এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি চলছে, এমন খবর পেয়ে অভিযানে যান তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা।

ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধারের দাবিও করে পুলিশ। পরে মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানায় পুলিশ।

Exit mobile version