Site icon Jamuna Television

আরও ৭ ইসরায়েলি বন্দির মৃত্যু

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭ জিম্মি নিহত হয়েছে। শুক্রবার (১ ফেব্রুয়ারি) দেয়া এক বিবৃতিতে এমনটি জানিয়েছে হামাস।

এ নিয়ে হামাসের হাতে বন্দি থাকা ইসরায়েলি নিহতের সংখ্যা ৭০ ছাড়াল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি জানায়, অভিযানে হামাসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

তবে এই ইস্যুতে এখনও কোনো মন্তব্য করেনি তেল আবিব। গেল ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলার পর ২৫৩ জনকে জিম্মি করে হামাস। তেল আবিবের সাথে হওয়া চুক্তিতে এরইমধ্যে শতাধিক ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।

এটিএম/

Exit mobile version