Site icon Jamuna Television

আজ পর্দা নামবে অমর একুশে বইমেলার

আজই পর্দা নামছে অমর একুশে বইমেলার। যদিও বর্ধিত সময়ের প্রথম দিনে ভিড় খুব বেশি ছিল না। প্রকাশকদের অনুরোধে সময় বাড়ানো হয়েছিল দুই দিন।

তবে যে প্রত্যাশা নিয়ে মেলার সময় বাড়ানোর দাবি জানানো হয়েছিল সে অনুযায়ী বই বিক্রি হয়নি বলে জানিয়েছেন প্রকাশক ও বিক্রয়কর্মীরা। তাদের ভাষ্য, বেইলি রোডের মর্মান্তিক অগ্নিকাণ্ড ও প্রাণহানি ঘটনা পাঠকদের আলোড়িত করেছে। এ অবস্থায় মেলা শেষ হওয়ার আগের দিন শুক্রবার হওয়া সত্ত্বেও ভিড় ও বিক্রি ছিল কম।

শুক্রবারও উন্মোচিত হয়েছে ২১৯টি বইয়ের মোড়ক। এ পর্যন্ত মোট বইয়ের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৬০২টি। পাঠকের কাছে নিজের লেখা উপস্থাপনের নানা চেষ্টা চালিয়ে গেছেন নতুন লেখকরা। পাঠক-সুধীজনের সাথে করেছেন গল্প-আড্ডা। আজ মেলা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

এটিএম/

Exit mobile version