Site icon Jamuna Television

ছবি: মস্কোয় সমাহিত হলেন নাভালনি

মস্কোয় সমাহিত হলেন রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি। মৃত্যুর দুই সপ্তাহ পর শুক্রবার (১ মার্চ) অনুষ্ঠিত হয় তার শেষকৃত্য। এক প্রতিবেদনে রাশিয়ার সংবাদ মাধ্যম মস্কো টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বোরিসোভোস্কি সিমেট্রিতে সমাহিত করা হয় নাভালনিকে। এর আগে, স্থানীয় অর্থোডক্স গীর্জায় হয় সংক্ষিপ্ত শেষকৃত্যের আয়োজন।

পুতিন প্রশাসনের হুমকিধামকি উপেক্ষা করেই যোগ দেয় হাজারো সমর্থক। নাভালনির সমাধিস্থলে স্মৃতিস্তম্ভ তৈরির দাবি জানান তারা। পুতিন বিরোধী নেতাকে হত্যা করা হয়েছে বলে স্লোগান দেন সমর্থকরা। নিরাপত্তার কড়াকড়ি থাকলেও কোনো সংঘর্ষ হয়নি এদিন।

অ্যালেক্সেই নাভালনির শেষকৃত্যে অংশগ্রহণ করতে ফুল নিয়ে অপেক্ষা এক রুশ নারীর। ছবি: মস্কো টাইমস।
নাভালনির লাশ কফিনে করে নিয়ে যাওয়ার একটি দৃশ্য। ছবি: মস্কো টাইমস।
কান্নায় ভেঙ্গে পড়েছেন নাভালনির মা। ছবি: মস্কো টাইমস।
ফুল দিয়ে প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে আসে হাজারো মানুষ। ছবি: মস্কো টাইমস।
পুলিশের ব্যারিকেডের সামনে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফুল। ছবি: মস্কো টাইমস।
বোরিসোভোস্কি সিমেট্রি, যেখানে দাফন করা হয়েছে নাভালনিকে। ছবি: মস্কো টাইমস।
নাভালনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসি। ছবি: মস্কো টাইমস।
কবরস্থানের কর্মীরা নাভালনির দাফনের আগে বোরিসোভোস্কি কবরস্থানে একটি কফিন ট্রলি প্রস্তুত করছে। ছবি: মস্কো টাইমস।
শোকার্তরা গির্জায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ছবি: মস্কো টাইমস।
বোরিসোভো মেট্রো স্টেশন থেকে বোরিসোভোস্কি কবরস্থানের দিকে হাঁটছেন লোকজন। ছবি: মস্কো টাইমস।
রাজনীতিবিদ বরিস নাদেজদিন নাভালনির বিদায়ী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ছবি: মস্কো টাইমস।
বোরিসোভোস্কি কবরস্থানের দিকে যাচ্ছেন হাজারো মানুষ। ছবি: মস্কো টাইমস।
ছবি: মস্কো টাইমস।
মানুষ কবরস্থানের পথে বরফের মধ্যে ফুল রেখে গেছে। ছবি: মস্কো টাইমস।

\এআই/

Exit mobile version