Site icon Jamuna Television

সুকৌশলে বি চৌধুরীকে বের করে দেয়া হয়েছে: কাদের

জাতীয় ঐক্য থেকে সুকৌশলে বদরুদ্দোজা চৌধুরীকে বের করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার
সকালে বনানীতে ৭৫ কোটি টাকা ব্যয়ে বিআরটি’র নবনির্মিত ১৫ তলা ভবন পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

এসময়, ওবায়দুল কাদের আরো বলেন, এসব জোট নিয়ে সরকার চিন্তিত নয়, ঐক্য গঠনের প্রক্রিয়া অচিরেই ব্যর্থ হবে।

তিনি বলেন, শেখ হাসিনাকে সরাতে ড. কামাল হোসেন প্রয়োজনে তারেক রহমানের নেতৃত্ব মানতে রাজি।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদের গতকালের সভা বর্জনের বিষয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, নোট অব ডিসেন্ট দেয়া গণতন্ত্রের বৈশিষ্ট্য। তবে এটি নিরাপত্তা পরিষদ নয় যে কেউ রাজি না থাকলে প্রস্তাব পাশ হবে না।

Exit mobile version