Site icon Jamuna Television

ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

বাংলাদেশের সাথে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সকাল পৌনে ৯ টায় ঢাকায় আসে হ্যামিল্টন মাসাকাদজার নেতৃত্বে জিম্বাবুয়ে।

যদিও অন এরাইভাল ভিসা সংক্রান্ত জটিলতায় প্রায় ১ ঘন্টা পর বিমানবন্দর থেকে বের হয় দলটি। গণমাধ্যমের সাথে কথা বলেননি জিম্বাবুয়ে দলের কোন সদস্য। আর আজ বিশ্রামে কাটিয়ে বুধ আর বৃহস্পতিবার অনুশীলন করবে জিম্বাবুয়ে দল।

বৃহস্পতিবারই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে সফররতরা। ২১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডে। ২৪ ও ২৬ অক্টোবর শেষ ২ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এরপর সিলেটে আর ঢাকায় অনুষ্ঠিত হবে ২ ম্যাচের টেস্ট সিরিজ।

Exit mobile version