Site icon Jamuna Television

অভিষেকের আগেই ছিটকে গেলেন আলিস

বিপিএলের শুরুতে ঝলক দেখিয়ে চমক হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছিল আলিস আল ইসলাম। তবে তার স্বপ্নপূরণ আপাতত হচ্ছে না। ‘রহস্য স্পিনার’র তকমা পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলার আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন।

মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সময়ই চোট পেয়েছিলেন আলিস। গত ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টরিয়ান্সের হয়ে মাঠে নেমেছিলেন আলিস। ওই ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন। আঙুলের সেই চোট কাটিয়ে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে তার।

তাই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না অভিষেকের অপেক্ষায় থাকা এই তরুণ স্পিনারের। চোটে পড়ার আগে এই বিপিএলে ৮ ম্যাচ খেলে শিকার করেছিলেন ৯ উইকেট।

/এনকে

Exit mobile version